ঢাকাসারাদেশ

ঋণের চাপে চাকুরিহারা যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের চাপে সোহাগ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই এলাকার মৃত. সেলিম মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী রোমানা জানান, দেড় বছরের তাদের একটি কন্যা সন্তান আছে। সোহাগ গার্মেন্টসে কাজ করতেন। হঠাৎ চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে নানাজনের কাছ থেকে ঋণ করেন সোহাগ। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এতে সোহাগ বাড়ির দরজার সামনে থাকা আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মা সুফিয়া বেগম জানান, সোহাগকে ১০ বছরের শিশু রেখে তার বাবা মারা যান। তখন থেকে সোহাগ সংসারের হাল ধরেছে। গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, লাশের সুরহতাল রিপোর্ট করা হয়েছে। বিষয়টি আইনীভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *