অপরাধঢাকাবিবিধসারাদেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর  লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সানজানা মোসাদ্দিক। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার দুপুরে দক্ষিণখান এলাকায় নিজেদের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সানজানার পরিবার।

পুলিশ জানায়, সানজানার বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে তাঁর মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেছেন সানজানা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওপর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে ভবনের উত্তর পাশে সানজানাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠাব। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে। এখন কাউকে দায়ী করা যাচ্ছে না। ’

তিনি আরও বলেন, সানজনার বাবা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি হতো তাঁর। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি–ও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ–ক্ষোভ থেকে সানজনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *