ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, গ্রেফতার নারী ইউপি সদস্যের ৩ ছেলে
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় নারী ইউপি সদস্যের তিন ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব ।
শনিবার (২৭ আগস্ট) রাতে র্যাব ১১ এর নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শাহ আলমের ছেলে রোমন, রুবেল ও রানা। তাদের মা মামুনা বেগম হাজীপুর ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।
জানা গেছ, রোমান একই এলাকার এক তরুণীকে গত রমজান ঈদের পর থেকে একাধিক বার ধর্ষণ করে। পরে লোক লজ্জার ভয়ে সেই তরুণী প্রথমে কাউকে কিছু না জানালেও কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ছাড়া গত ২৪ আগস্ট রাতে রোমানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে তার পরিবারের লোকজন ভুক্তভোগী তরুণীর পরিবারকে পিটিয়ে জখম করে। পরে এ ঘটনায় একই দিন রাতে বেগমগঞ্জ থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জের নরোত্তমপুর, হাজীপুর ও মাইজদী এলাকায় থেকে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা এলাকায় মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। আসামি রোমান, রুবেল ও রানার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আসামি রুবেল বেগমগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে পেট কাটা সুমন ওরফে খালাসি সুমন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, মারামারি ও হত্যার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।