মোবাইলে গেইম খেলতে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মোবাইলে গেইম খেলতে বাঁধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান।
নিহত ষাটোর্ধ্ব আসাদ খান ওই গ্রামের মৃত ইদু খানের ছেলে।
নিহতের বড় ভাই আফজাল খান অভিযোগ করেন, প্রতিবেশী নুরুজ্জামানের ছেলে শাহীন মিয়া (২০) আসাদ খানের বাড়ির আঙিনায় বসে মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলছিলেন। প্রায়ই তিনি এই বাড়িতে বসে গেইম খেলেন।
আজ শনিবার সকালে খেলার সময় আসাদ খান তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীনের গোষ্ঠীর লোকজন এসে আসাদ খানকে লাঠি দিয়ে মাথায় আঘাত মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।