সারাদেশসিলেট

উজানের ঢলে বিপৎসীমার কাছাকাছি ধলই নদের পানি

উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই নদের পানির উচ্চতা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এই নদের পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল শুক্রবার শেষ রাত থেকে আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের পর্যবেক্ষক সাকিব হোসেনের মারফতে জানা যায়, রাতে পাহাড়ি ঢলের কারণে ধলইয়ের পানি বাড়তে থাকে।

তিনি বলেন, আজ সকাল ছয়টায় ১৭ দশমিক ৪৫ মিটার ও সকাল নয়টায় ১৮ দশমিক ২১ মিটার উচ্চতায় ধলই নদের পানি প্রবাহিত হচ্ছিল এবং বেলা তিনটায় যা বেড়ে ১৯ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় নদের পানির উচ্চতা কমে ১৮ দশমিক ৮১ মিটার হয়।

উজানে পানি কমতে শুরু করেছে জানিয়ে সাকিব হোসেন বলেন, সর্বোচ্চ ১৯ দশমিক ৩৫ মিটারের বেশি উচ্চতায় পানি প্রবাহিত হলে সেটি বিপৎসীমা। গতকাল সন্ধ্যা ছয়টায় ধলই নদের পানি ১৫ দশমিক ৬৫ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। বর্ষাকালে সাধারণত এ উচ্চতাই থাকে নদে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল শেষ রাতে কমলগঞ্জে মাঝারি বৃষ্টিপাত হয়। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে তখন থেকেই ধলই নদের পানি বাড়তে থাকে।

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে উপজেলা সদরের ওপর দিয়ে প্রবাহিত ধলই নদের ৫৭ কিলোমিটার এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

ধলই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের কাজ করা হয়ে গেছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *