শেরপুরে ছাত্রের মরদেহ মিলল স্কুলের টয়লেটে
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে অবস্থিত ড্যাফডিল প্রিপারেটরি অ্যান্ড হাই-স্কুলের টয়লেট থেকে ইমন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী থেকে জানা গেছে, শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের নাইট গার্ড শেখ ফরিদ স্কুলের টয়লেটে হাত-মুখ ধুতে গিয়ে নগ্ন ও কাদামাটি মাখা অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্কুলের পরিচালককে খবর দেন। তিনি এসে সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনের মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশের পৃথক টিম।
নিহতের মা রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ইমন স্কুল থেকে বাড়ি ফেরে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে নানীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি।
পুলিশ জানান, ভ্যানচালক সাগর মিয়া ও মা রশিদা বেগমের চার ছেলের মধ্যে রিমন দ্বিতীয়। গতকাল (বৃহস্পতিবার) সকালে স্কুলে পরীক্ষা দিয়ে বিকেলে মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে বাড়ি যায়। খাওয়া-দাওয়া করে আবার বাইরে বের হয় রিমন। সে মাঝে-মধ্যেই না বলে নানা বাড়ি গিয়ে থাকত। তাই রাত পেরিয়ে গেলেও তার বাবা-মা কোনো খোঁজ নেননি।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আমাদের তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আসামি ধরা পড়বে।