খেলাধুলা

২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ড্র অনুষ্ঠিত

২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের একই গ্রুপে পড়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। গ্রুপের বাকি দল ভিক্টোরিয়া প্লাজেন।

তবে সহজ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপসঙ্গী আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক ও সেলটিক। অন্যদিকে পিএসজির গ্রুপসঙ্গী হয়েছে জুভেন্টাস। একই গ্রুপে আছে বেনফিকা ও ম্যাকাবি হাইফাও।

বৃহস্পতিবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র।আগামী মৌসুমের চূড়ান্ত পর্বে খেলবে ৩২ ক্লাব। এর মধ্যে ২৬টি ক্লাব সরাসরি জায়গা করে নিয়েছে মূল পর্বে। রিয়াল মাদ্রিদ খেলছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। আর গত ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে খেলছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বাকি ছয় দল বাছাই পর্ব পেরিয়ে মূল আসরের টিকিট কেটেছে।

মোট আটটি গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল। ৩২ দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। নভেম্বরের ২ তারিখ মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের প্রথম লেগ হবে ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ এপ্রিল।

সেমিফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ মে।

২০২৩ সালের ১০ জুন ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে আসরের ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপে:

গ্রুপ- এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।

গ্রুপ- বি: পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ক্লাব ব্রুগে।

গ্রুপ- সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন।

গ্রুপ- ডি: ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, অলিম্পিক মার্সেই।

গ্রুপ- ই: এসি মিলান, চেলসি, রেড বুল সালজবুর্গ, দিনামো জাগরেব।

গ্রুপ- এফ: রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক, সেলটিক।

গ্রুপ- জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন।

গ্রুপ- এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *