ভারতে ‘টমেটো ফ্লু’ ভাইরাস ছড়িয়ে পড়ছে । Tomato Flu in India
ভারতে সম্প্রতি টমেটো ফ্লু নামের একটি ভাইরাসজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের কেন্দ্রীয় সরকার মঙ্গলবার দেশটির সব রাজ্যে টমেটো ফ্লু বিষয়ক একটি নির্দেশনা পাঠিয়েছে। তাতে বলা আছে , এই রোগ হাত, পা এবং মুখের রোগের (এইচএফএমডি) একটি রূপ বলে মনে করা হচ্ছে।
এটি মূলত ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা দেয়। তবে এটি প্রাপ্তবয়স্কদেরও হতে পারে।
ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হলে দেহের বিভিন্ন অংশে টমেটো আকৃতির ফোসকা দেখা দেয়। রোগের প্রাথমিক অবস্থায় লাল রঙের ফোসকাগুলো ছোট থাকলেও পরবর্তীতে এগুলো ফুলে টমেটোর মতো হয়ে যায়।
লাইভমিন্টের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে ৯ বছররে কম বয়সী ১০০ টিরও বেশি শিশুর টমেটো ফ্লু শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা ও ওডিশা রাজ্যে এই রোগে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে। তবে গত ৬ মে কেরালা রাজ্যের কুল্লামে টমেটো ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে এটি কেরালার আরিয়ানকাভু, আঞ্চাল ও নেড়ুভাতুরেও ছড়িয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় মতে, টমেটো ফ্লুর উপসর্গ বিষয়ে শিশুদের জানাতে হবে। এটি শিশুদের হাত, মুখ ও পায়ের (হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ) রোগের একটি ধরন।
রোগাক্রান্ত হলে সাধারণ জ্বর, মাথা ব্যথা, চুলকানি, স্ক্রিন র্যাশের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাছাড়াও শিশুদের অপরিষ্কার পোশাক, অপরিচ্ছন্ন জায়গায় থাকা বা হাত না ধুয়ে খাবার খাওয়ার মতো বিষয়গুলো থেকে এ রোগ ছড়াতে পারে।
চিকিৎসকেরা ‘টমেটো ফ্লু’ রোগীদের কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন এবং তাদের ব্যবহৃত বাসনপত্র ও পোশাক জীবাণুমুক্ত করার ওপর জোর দিয়েছেন।
এ রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি শিশুর গোসলের জন্য গরম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। দ্রুত সেরে উঠতে বিশ্রাম এবং ঘুম অপরিহার্য।