মাহি শিল্পী সমিতিতে জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ
চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানহানীকর মন্তব্যের প্রতিবাদে লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও জিয়াউল রোশান-মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’ সিনেমাটি।
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচিত হচ্ছে। সিনেমার প্রচারণায় মাহি ও রোশানকে নিয়ে বিব্রতকর কথা বলেছেন এর প্রযোজক জেনিফার ফেরদৌস। আর এ কারণেই শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর মাহিয়া মাহি প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার মাহি তার ফেসবুক পেইজে অভিযোগের একটি কপি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন: ‘এখন আমার অভিভাবকরা আমার হয়ে কথা বলবেন।’
শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন এ অভিনেত্রী। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেয়া চিঠিতে মাহি লেখেন, আমি মাহিয়া মাহি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করছি। আমার ক্যারিয়ারের এ সফলতার পেছনে আমার সহকর্মীদের অনেক অবদান আছে। নানা বিপদেও আপনাদের পাশে পেয়েছি। এ জন্য সমিতির প্রতিটি সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ।
মাহি তার অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করছেন। সে সব মন্তব্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকিও দিচ্ছে। প্রযোজক জেনিফার এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত।
এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন মাহি। শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য এ ঘটনার বিচার চেয়েছেন তিনি।