খেলাধুলা

টি-টেন লিগের বাংলা টাইগার্সের দলে সাকিব  

সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান।

আগামী নভেম্বরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে লিগটির ষষ্ঠ আসর।

সাকিবকে দলে পেয়ে বাংলা টাইগার্স জানিয়েছে, ‘আমরা সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারকে আসন্ন মৌসুমে যোগ করতে পেরে আনন্দিত। সাকিব আল হাসানকে দলে পেয়ে দারুণ খুশি বাংলা টাইগার্স ম্যানেজমেন্ট। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান অবশ্যই বাংলা টাইগার্স স্কোয়াডকে শক্তিশালী করবে।’

চুক্তিসই করে সাকিব আল হাসান বলেছেন, ‘ক্রিকেটের সর্বশেষ ফরম্যাটে এটা (টি-টেন), এবারই আমার প্রথম মৌসুম হবে এবং আমি বাংলা টাইগার্সের সঙ্গে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। আমি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভালোবাসি এবং এই টুর্নামেন্টটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। আশা করি আমি এই চ্যালেঞ্জে সফল হব এবং বাংলা টাইগার্সের জন্য একটি নতুন ইতিহাস গড়ব।’

 আর সাকিবের সঙ্গে একই টিমে খেলবেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।এ ছাড়াও কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানাকে ভিড়িয়েছে দলে। হেড কোচ আফতাব আহমেদ ছাড়াও বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে থাকছেন কোচ ও সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ট্রেনর রিচার্ড স্টয়নিয়র

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *