খেলাধুলা

বার্সা বিপক্ষে ম্যানসিটির প্রীতি ম্যাচ ড্র

দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে ফিরলেন পেপ গার্দিওলা। তবে এবার বার্সেলোনার হয়ে নয়, বরং প্রতিপক্ষ শিবির ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে এসেছেন বার্সার সাবেক এই কোচ। যেখানে মুখোমুখি হয়েছেন সাবেক শিষ্য জাভি হার্নান্দেজের বার্সেলোনা দলের।

বার্সার সাবেক গোলরক্ষক হুয়াল কার্লোস উনজুয়ের জন্য আয়োজিত এই প্রীতি ম্যাচে ফল আসেনি কোনো। গুরু-শিষ্যের এ লড়াইয়ে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গিয়ে পেনাল্টি থেকে গোল করে পরাজয় এড়ায় ম্যানচেস্টার সিটি।

এটি ছিল মূলত এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলেরোসিস) রোগের গবেষণার জন্য তহবিল জমা করার ম্যাচ। বছর দুয়েক আগে এএলএস রোগে আক্রান্ত হয়েছেন বার্সার সাবেক গোলরক্ষক ও কোচ উনজুয়ে। এখন পর্যন্ত এ রোগের কোনো কারণ বা প্রতিকার পাওয়া যায়নি।

ম্যাচের শুরুতেই হুইল চেয়ারে করে মাঠে আসেন হুয়ান কার্লোস। তার সঙ্গে আরও বেশ কয়েকজন এএলএস আক্রান্ত রোগী মাঠে আসেন। হুয়ান কার্লোস সকলের জন্য শুভেচ্ছা বক্তব্য দেন। বার্সেলোনার ডাগ আউটে পেপ গার্দিওলার সঙ্গে বসেই ম্যাচ উপভোগ করেছেন তিনি।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে সিটির রক্ষণকে ব্যাস্ত রাখেন বার্সেলোনার ফুটবলাররা। তবে খেলার স্রোতের ধারার বিপরীতে প্রথম গোলের দেখা পায় সিটি। ২১ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় সিটি। ম্যাচের ২৯ মিনিটে পিয়েরে এমেরিক আউবামেয়াং এর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই এগিয়ে যায় বার্সেলোনা। ৬৬ মিনিটে ডি ইয়ং গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। তবে ৭০ মিনিটে কোল পালমের গোলে সমতায় ফেরে সিটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সিটি। বার্সেলোনার রক্ষণের বেশ কিছু কঠিন পরীক্ষাই নিয়েছে তারা।

৭৯ মিনিটে মেমফিস ডিপের গোলে ম্যাচে ৩-২ গোলের লিড নেয় বার্সেলোনা। ম্যাচে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ডকে ফাউল করার অপরাধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এই সিদ্ধান্তটা বিতর্কের জন্ম দিয়েছে। রেফারির এমন সিদ্ধান্তের পর হাসছিলেন হল্যান্ড নিজেও। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি রিয়াদ মাহারেজ। ফলে ৩-৩ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *