বিনোদন

নওয়াজউদ্দিন সিদ্দিকীর নারী রূপ

ধূসর ঝলমলে পোশাক,সিংহাসনে বসে এক লাস্যময়ী নারী, যাঁর অভিব্যক্তিতে আগুন,ভ্রূর ধনুকে তির্যক ভঙ্গি,চোয়ালের রেখায় বিরক্তির সঙ্গে মিশে রয়েছে আক্রোশ। কে সেই নারী? না, নারী নন। নারীর বেশে প্রতিশোধ নিতে আসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায় ভাইরাল সেই ছবিটি তাঁর আগামী ছবি ‘হাড্ডি’-র ঝলক

মঙ্গলবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ছবি। যেখানে অভিনেতাকে দেখা যায় এক নারীর রূপে। সেই ছবি দেখে রীতিমতো অবাক সবাই। চেনার কোনো উপায় ছিল না এ নওয়াজ উদ্দিন। হুবহু যেন এক সুন্দরী রমণী।

নির্মাতা অক্ষত অজয় শর্মার নতুন সিনেমা ‘হাড্ডি’তে দেখা যাবে অভিনেতাকে। তারই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেই পোস্টারেই নওয়াজ দ্দিনের নারীর রূপে ধরা পড়েছে। পোস্টারটি শেয়ারের সঙ্গে তা রীতিমতো ভাইরাল। একই সঙ্গে অভিনেতার নতুন এ রূপে দর্শকদের মধ্যে কৌতূহলের মাত্রা বাড়িয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এ সিনেমার পরিচালক অক্ষত অজয় শর্মা বলেন, ‘এ সিনেমায় ভক্তদের জন্য রয়েছে চমক। হাড্ডির মাধ্যমে নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা আশা করছি মোশন পোস্টারটি ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেবে। হাড্ডি টিম আর অপেক্ষা করতে পারছে না শুটিংয়ের জন্য।

নওয়াজউদ্দিন তার এমন চরিত্র নিয়ে বলেন, হাড্ডি এক নতুন চরিত্র। এর আগে এমন চরিত্রে কাজ করার সৌভাগ্য হয়নি। নানা রকমের চরিত্রে অভিনয় করেছি । তবে হাড্ডি চরিত্রটি একেবারেই আলাদা। এমন লুকে আমাকে আগে দেখা যায়নি। সিনেমার শুটিং শুরুর অপেক্ষায়।

ভারতের উত্তর প্রদেশ এবং নইদা, গাজিয়াবাদে সিনেমাটির দৃশ্যায়ন হওয়ার কথা আছে। আসছে বছর মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন নির্মাতা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *