খেলাধুলা

উয়েফার তদন্ত শুরু ২০টি ক্লাবের বিরুদ্ধে

উয়েফার বেঁধে দেয়া আর্থিক নীতিমালা ((এফএফপি) লঙ্ঘন করায় ২০টি ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যে তালিকায় আছে বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিলান, য়্যুভেন্তাস, মার্শেই ও রোমার মতো বড় ক্লাবগুলোর নাম।

যেখানে সবচেয়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান, য়্যুভেন্তাস, রোমা ও বার্সা।

আর্থিক নীতিমালা ভাঙায় শাস্তি পেতে পারে বার্সাসহ আরও কয়েকটি ক্লাব। সম্ভাব্য শাস্তির আওতায় থাকা ক্লাবগুলো হলো পিএসজি, মার্শেই, ইন্টার মিলান, এএস রোমা, জুভেন্টাস ও বার্সা। জুভেন্টাস ও বার্সা ইতিমধ্যেই ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আদালতে মামলা লড়ছে উয়েফার সঙ্গে। এই লড়াইয়ে তাদের সঙ্গী রিয়াল মাদ্রিদও।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, পিএসজি ও মার্শেইকে আর্থিকভাবে জরিমানা করা হতে পারে। ইতালিয়ান ক্লাব ইন্টার, জুভেন্টাস, রোমাসহ স্প্যানিশ ক্লাব বার্সার শাস্তি হতে পারে আরও কঠোর। দলবদলের মৌসুমে খেলোয়াড় কেনা কিংবা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হতে পারে ক্লাবগুলোকে।

এদিকে উয়েফা আর্থিক নীতিমালা টি ২০২৩ থেকে আরও কঠোর হচ্ছে। নতুন নিয়মে ২০২৩ সালে খেলোয়াড়দের বেতন, দলবদল ও এজেন্ট ফি বাবদ মোট আয়ের ৯০ শতাংশের বেশি খরচ করতে পারবে না ক্লাবগুলো। একইভাবে ২০২৪ সালে ৮০ শতাংশ এবং ২০২৫ সালে ৭০ শতাংশ খরচ বাবদ সীমাবদ্ধতা বেঁধে দেয়া হবে। বর্তমানে আয়ের চেয়ে ব্যয় বেশি করে অনেক ক্লাব লোকসান গুনছে। যার কারণে উয়েফার এ সীমাবদ্ধতা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *