করোনাফেসবুক কর্নারবিবিধ

অমিতাভ বচ্চন দ্বিতীয়বার করোনা আক্রান্ত

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার নিজেই ট্যুইট করে জানালেন সে-কথা! ট্যুইটে বিগ বি লেখেন, ” এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।”

২০২০ সালের জুলাই মাসে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অমিতাভ -কে। ট্যুইটারে সে-বার লিখেছিলেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’

২ বছর আগে অমিতাভ করোনা আক্রান্ত হওয়ার পরের দিনই অভিষেক বচ্চনের করোনা রিপোর্ট-ও পজিটিভ আসে। তিনি ট্যুইট করে নিজেই এ কথা জানান। তিনি লেখেন, “আজ সকালে আমার এবং বাবার কোভিড টেস্ট হয়। আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। রিপোর্টে আমাদের করোনা পজিটিভ এসেছে”। সে-বার ঐশ্বর্যর-ও করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *