আন্তর্জাতিক

ইউক্রেনের স্বাধীনতা দিবস আজ

১৯৯১ সালের ২৪ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। সেই হিসেবে আজকের দিনটি ইউক্রেনের জন্য বিশেষ একটি দিন। একই সময়ে ইউক্রেনে রুশ হামলার ছয় মাসও পূর্ণ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সময়ে রাশিয়া ইউক্রেনে আরও কুৎসিত কিছু করে বসতে পারে বলে আগেই সাবধান করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ক্রেমলিন যদি এমন কিছু করে বসে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

৩১তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবারের ওই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর তাদের দেশের পুনর্জন্ম হয়েছে। মস্কোর আধিপত্য থেকে মুক্তির জন্য তারা লড়াই ছাড়বে না বলেও অঙ্গীকার করেছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় ছয় মাস ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

এদিকে, চলতি বছর স্বাধীনতা দিবসে তেমন কোনো জাকজমক থাকছে না ইউক্রেনে। রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং যুদ্ধের সামনের সারিতে থাকা পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কারফিউ বলবৎ রয়েছে। যেখানে কয়েক মাস ধরে গোলাবর্ষণ হচ্ছে। ইউক্রেনের স্বাধীনতা দিবসে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে যাওয়া রুশ ট্যাংক কিয়েভের রাস্তায় রেখে প্রদর্শনী করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আগামীকাল আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দুর্ভাগ্যক্রমে, দিনটি আমাদের শত্রুদের জন্যও গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ রাশিয়ার পক্ষ থেকে ঘৃণ্য, নৃশংস ও কুৎসিত হামলা হতে পারে। তবে এর প্রতিক্রিয়াও শক্তিশালী হবে। আমি বলতে চাই, অনেক অনেক শক্তিশালী হবে।

এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে। ছয় মাস ধরেই কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সতর্ক করেছে যে, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মস্কো। অপরদিকে রুশ সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *