অর্থনীতিফেসবুক কর্নারবিজ্ঞান ও প্রযুক্তি

এলন মাস্ক টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৬.৯ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন এর প্রধান নির্বাহী এলন মাস্ক। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি ডলারের ক্রয়চুক্তি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত নথির তথ্য অনুযায়ী ৫ থেকে ৯ আগস্টের মধ্যে প্রায় ৭৯ লাখ শেয়ার বিক্রি করা হয়েছে। যদিও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় এখনও ১৫৫ মিলিয়নের বেশি শেয়ার রয়েছে। এ প্রসঙ্গে মাস্ক এক টুইট বার্তায় বলেন, টুইটার এই চুক্তি বাতিল করতে বাধ্য করার সময় এবং কয়েকজন অংশীদার এগিয়ে না আসায় জরুরি ভিত্তিতে টেসলার শেয়ার বিক্রি এড়ানো গুরুত্বপূর্ণ।

এর আগে গত এপ্রিলে টুইটার ক্রয়ের চুক্তিতে অর্থায়নের জন্য টেসলার ৮.৫ বিলিয়ন ডলারের শোয়ার বিক্রি করেছিলেন মাস্ক। যদিও সে সময় তিনি জানিয়েছিলেন, এরপর তিনি আর টেসলার শেয়ার বিক্রি করবেন না।

টেসলা শেয়ারমালিকদের বার্ষিক মিটিং অনুষ্ঠিত হয়েছে অগাস্টের প্রথম সপ্তাহে।শেয়ারমালিকদের সঙ্গে বৈঠকের পরপরই টেসলার শেয়ার বিক্রি করেছেন মাস্ক।এপ্রিল-মে মাস থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে নিয়ে একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছেন ইলন মাস্ক। প্রথমে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন বলে ঘোষণা দিয়ে আলোড়ন তোলেন তিনি। ১৪ এপ্রিল চার হাজার চারশ কোটি ডলারে পুরো কোম্পানি কিনে নেওয়ার প্রস্তাব দেন ইলন মাস্ক।তারপর জুলাই মাসেই টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে কোম্পানির সকল শেয়ার কিনে নেওয়ার সমঝোতা চুক্তি বাতিল করার জন্য স্থানীয় বাজার নিয়ন্ত্রকসংস্থার কাছে আবেদন করেন মাস্ক।মাস্ক আর টুইটারের নাটকীয়তার উত্তাপ লেগেছে টেসলার গায়েও। শেয়ারবাজারে দরপতনের মুখে পড়েছে কোম্পানিটি,বিনিয়োগকারীদের আশঙ্কা ছিল, টুইটারের কারণে টেসলার জন্য প্রয়োজনীয় সময় দিতে পারবেন না মাস্ক।উল্লেখ্য, টেসলা ছাড়াও স্পেসএক্স, বোরিং কোম্পানি এবং নিউরালিংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *