খেলাধুলা

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বিকেল ৫ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি।

টি-টোয়েন্টিতে নেতৃত্ব ফিরে পাওয়ার পর এশিয়া কাপেই প্রথমবার মাঠে নামবেন সাকিব। অন্যদিকে কোনো হেড কোচ ছাড়াই এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন। এছাড়া সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম দলের সঙ্গে থাকছেন।

তবে ভিসাজনিত সমস্যা থাকায় বাংলাদেশ দলের সঙ্গে যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ ও ওপেনার এনামুল হক বিজয়। তারা ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরেক ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজ থেকে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়; কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজকের মর্যাদা শ্রীলঙ্কার কাছেই থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *