বিনোদন

সালমান খান ও চিরঞ্জীবীর ‘গডফাদারে’ টিজার মুক্তি পেলো  

মুক্তি পেলো  বলিউড সালমান খানের দক্ষিণী ছবি ‘গডফাদার’এর টিজার। এই ছবিতে মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে যেখানে জুটি বেঁধেছেন তিনি। দক্ষিণের জমজমাট অ্যাকশন আর বলিউড স্টাইলের মিশেল দেখা গেলো গদফাদার ছবির টিজারে।

২২ আগস্ট চিরঞ্জীবীর জন্মদিন। মুক্তি পেল টিজার। সেখানেও শুভেচ্ছা জানানো হয়েছে সুপারস্টারকে।

মালায়লম ছবি ‘লুসিফার’-এর রিমেক তেলেগু গদফাদার। যদিও হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে ছবিখানা একইসঙ্গে। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা মিলেছে সালমানের। যেখানে সে ‘বসের বস’ চিরঞ্জীবির ছোট ভাই হয়েছেন সালমান। কালো লেদার জ্যাকেটে দেখা মিলল দাবাং খানের। শোনা যাচ্ছে, সালমান খানের পানভেলের ফার্মহাউজে নাকি হয়েছে ছবির শ্যুট।

ইতিমধ্যেই সিনেমার গডফাদারে ভাইরাল হয়েছে সোশ্যালে। যেখানে ভক্তরা সালমানের ‘টাইগার ৩’-র ট্রেলারের অপেক্ষা করছিল, সেখানে এই সিনেমার টিজার নিসন্দেহে চমকপ্রদ উপহার। রাজনৈতিক থ্রিলার ‘গডফাদার’-এর টিজার দেখে উচ্ছ্বাস ভক্তদের। একজন লিখলেন, ‘দেশের দুই সুপারস্টার সালমান আর চিরঞ্জিবীকে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখে দুর্দান্ত লাগছে। এই ছবি যে দেখতেই হবে।’

ইতিমধ্যেই সামনে এসেছে সালমানের ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন অবতারে। এবার রাজনৈতিক থ্রিলার ‘গডফাদারে’ ও তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে। চলতি বছরের শেষের দিকেই ছবিটি মুক্তি পাবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *