বিজ্ঞান ও প্রযুক্তিবিশেষ সংবাদ

গ্রামীণফোন ও টেলিটক নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ

গ্রামীণফোন ও টেলিটক ৪ টি নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করেছে। দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ প্রতিষ্ঠান দুটির ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির ডেটা কিনলে মেয়াদ ফুরিয়ে যাওয়ার টেনশন আর থাকছে না।

সরকারি মোবাইল অপারেটর টেলিটক ও বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এই চারটি আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ চালু করেছে। সে সুবাদে নির্ভার হয়েই এসব ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তাতে বলা হয়েছে, বিটিআরসি গ্রাহক সুবিধায় গ্রামীণফোন লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আনলিমিটেড মেয়াদের এই চারটি ডেটা প্যাকেজ চালু করেছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডেটার প্যাকেজ কেনা যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডেটার প্যাকেজ চালু করা হয়েছে।

২৮ এপ্রিল বিটিআরসির দেয়া নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালুর সিদ্ধান্ত নেয়। অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *