কাউন্টি ক্রিকেটে আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি
ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগের ডিভিশন টুতে লুলিংটন পার্ক সিসির হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। মাইনর কাউন্টির এই লিগে আরেকটি সেঞ্চুরি করেছেন তিনি। এই মৌসুমে ক্লাবটির হয়ে এটি তার তৃতীয় সেঞ্চুরি। শনিবার কোয়ার্নডন সিসির বিরুদ্ধে ১১৭ বলে ১৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ১টি ছক্কা।
আশরাফুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ১১৭ বলে ১৩২ রান, ইংল্যান্ডের মাইনর কাউন্টি লিগে, প্রতিপক্ষ কোয়ার্নডন সিসি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
ব্যাটিংয়ের পর বল হাতেও উইকেট নিয়েছেন আশরাফুল। ৫ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত কাউন্টিতে খেলবেন তিনি। তারপর দেশে ফিরে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেবেন।