খেলাধুলা

ঢাকায় পৌঁছে শ্রীধরন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন ‘পরামর্শক’ হয়ে রোববার (২১ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছেছেন শ্রীধরন শ্রীরাম। বিসিবি জানায়, শ্রীধরণ দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছান।’

ঢাকায় পৌঁছেই সরাসিরি চলে যান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর মধ্যাহ্নভোজ সারেন।

এশিয়া কাপ থেকে শুরু হবে শ্রীরামের মিশন। আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশ টি-২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।

শ্রীরাম এক বিবৃতিতে বলেন, ‘আমি ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং এলিট পর্যায়ে ৯ বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি। বড় দুটি ইভেন্টে এমন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে জড়িত থাকার কথা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’

বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীধরন শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মাত্র ৮টি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলের হয়ে ক্যারিয়ার আর বড় করতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার।

রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেন তিনি। এছাড়া কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের কোচিং স্টাফের সঙ্গেও যুক্ত ছিলেন শ্রীরাম।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *