সারাদেশ

ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার |

ধোঁয়ায় আচ্ছন্ন স্বামী-স্ত্রীর লাশ ঝালকাঠির রাজাপুরে অবস্থিত নিজ বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একই পরিবারের আরও তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের সময় ওই কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র থেকে ধোঁয়া বের। রাতে এসি থেকে নির্গত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছেন।

নিহত ব্যক্তিরা হলেন ফোরকান হাওলাদার (৪৫) ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০)। ফোরকান হাওলাদার ওই গ্রামের মৃত জহিরুল ইসলাম হাওলাদারের ছেলে।

এছাড়াও ঘটনাস্থল থেকে ফোরকানের ছেলে মাইনুল ইসলাম (১৫), তাঁর ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (৩৪) এবং মাহফুজার চার বছরের মেয়ে সারা মণিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় আমতলা বাজারে ফোরকানের একটি মুদিদোকান আছে। তাঁর ভাই রুবেল হাওলাদার ঢাকায় ব্যবসা করেন। রুবেল নিজ বাড়িতে একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করেন।

গতকাল রাতে ফোরকান ও তাঁর স্ত্রী এসি লাগানো কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই বাড়ির অন্য একটি কক্ষে মাইনুল ইসলাম এবং আরেকটি কক্ষে মাহফুজা ও তাঁর মেয়ে ঘুমাচ্ছিলেন।

ফোরকানের বড় ভাই সেলিম হাওলদার বলেন, বিদ্যুৎ না থাকায় গতকাল রাতে জেনারেটর দিয়ে এসি চালানো হচ্ছিল। রাতের কোনো এক সময় এসি থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। আজ দুপুর পর্যন্ত ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. হুমায়ুন কাজী বলেন, বেলা ১১টার পরও ওই বাড়ি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ঢাকা থেকে রুবেল হাওলাদার বারবার মুঠোফোনে কল দিলেও কেউ সাড়া দিচ্ছিল না।

পরবর্তীতে রুবেল প্রতিবেশীদের কাছে কল করে বিষয়টি বলেন। ফলে প্রতিবেশীরা ভবনের ছাদে উঠে সিঁড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন।

তাঁরা একটি কক্ষে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পান। ওই কক্ষের এসি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পরে অপর দুটি কক্ষ থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, বদ্ধ ঘরে ধোঁয়া সৃষ্টি হওয়ায় দম বন্ধ হয়ে ফোরকান ও তাঁর স্ত্রীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিরাও ওই ধোঁয়ার কারণে অচেতন হতে পারেন। তাঁরা বর্তমানে অনেকটা আশঙ্কামুক্ত।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে কক্ষ থেকে লাশ উদ্ধার হয়েছে, ওই কক্ষের এসি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

এসি থেকে সৃষ্ট গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হতে পারে। তবে তাঁদের রাতের খাবারও পরীক্ষা করা হবে।

নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া অব্দি মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

NewsDesk

Recent Posts

ভিসা আবেদনকারীদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত…

1 year ago

শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.…

1 year ago

নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা

পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার । আজ বৃহস্পতিবার (৫…

1 year ago

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ৮ জেলায়

৮ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ,মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর…

1 year ago

জাতীয় সরকার ও দ্বিকক্ষ সংসদ চান তারেক রহমান

জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ‘জাতীয় সরকারের’ মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত…

1 year ago

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। আজ থেকে ঠিক একমাস…

1 year ago