খেলাধুলা

এশিয়া কাপের শ্রীলঙ্কা টিমের নাম ঘোষণা অধিনায়ক শানাকা

সর্বশেষ দল হিসেবে এশিয়া কাপের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের ১২ দিন পর দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এশিয়া কাপের জন্য সর্বোচ্চ ক্রিকেটার নিয়ে দল ঘোষণা করেছে দলটি।

এশিয়া কাপের জন্য লঙ্কানদের ঘোষিত দলে মোট ক্রিকেটার ২০ জন। দাসুন শানাকাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি। এশিয়া কাপের দলে জায়গা মিলেছে দলটির অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্দিমাল। এছাড়াও লঙ্কানরা সাতজন পেসার চারজন জেনুইন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে।

এবারের এশিয়া কাপের জন্য দল ঘোষণার নির্ধারিত সময় ছিল ৮ আগস্ট। নির্ধারিত সময়ের আগে দল ঘোষণা করেছিল কেবল ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিয়ে কিছুদিন পর দল দিয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। আর সবশেষ দল হিসেবে দল দিল শ্রীলঙ্কা।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ক্রিকেট স্কোয়াড:দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনেথিলেকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবীন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিথা।

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ‘এ’ গ্রুপে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা অন্য একটি দল। বাছাইপর্বে খেলছে সিঙ্গাপুর, হংকং, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *