অপরাধঢাকাসারাদেশ

ঢাবি শিক্ষককে অব্যাহতি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজ বিভাগের ছাত্রীকে রেস্টুরেন্টে দেখা করে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৭ আগস্ট বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের একাডেমিক কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে সভা সূত্র নিশ্চিত করেছে।

বিভাগের সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় অভিযোগকারী ছাত্রী এনামুল হকের কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করেন। পরে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপারসন বরাবর একটি অভিযোগ দাখিল করেন।অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়।

এ বিষয়ে  বিভাগের চেয়ারম্যান দেবপ্রসাদ দাঁ গণমাধ্যমকে বলেন, তদন্ত কমিটির সুপারিশ একাডেমিক কমিটি গ্রহণ করে। এক বছরের জন্য অপরাধীকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।   একইসঙ্গে সেই ছাত্রীর মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষাবর্ষে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না। এই সিদ্ধান্তে ভিকটিম সন্তুষ্টি জানিয়েছে। 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *